Loading...
রোকসানা লেইস
লেখকের জীবনী
রোকসানা লেইস (Roksana Leyis)

কবি রােকসানা লেইস, বাংলাদেশের শ্যামল প্রান্তরের নদী, মাছ, পাখি আর চিরকালীন মাটির মমতা ছেড়ে এখন কানাডায় বসবাস করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর। প্রকাশিত কাব্যগ্রন্থ ‘স্বপ্ন নগরীর খােজে' শুধুই নিজের ভালােলাগার জন্যে কবিতা, গল্প, গান লিখতে লিখতে, আজ সেই বােধ অতি সন্তর্পণে হয়ে গেলাে লেখালেখির উপলব্ধি-আখ্যান। কবিতার পাশাপাশি পারিপার্শ্বিক জীবন যন্ত্রণা, ভালােবাসার দুঃখবােধ, চিত্তবত্তির মর্মবেদনা গভীরভাবে চিত্রায়িত করেন গল্পকথায় ও ছবি আঁকায় ।। যাযাবর স্বভাবের বশে ভালােবাসেন নিজেকে পৃথিবীর মানুষ ভাবতে। ভ্রমণে রয়েছে তার অপরিসীম আগ্রহ। উদ্দেশ্যহীন বেরিয়ে পড়ায় খুঁজে পান জীবনানন্দ । প্রেম ও প্রকৃতি বিষয়ক কবি ও গল্পকার রােকসানা লেইসের মন কাঁদে মানুষের নিষ্টুরতায়। তাই বারবার প্রকৃতির প্রেমে নিমগ্ন হয়ে ভুলে যেতে চান মানুষের বৈষম্যপীড়িত জীবন । তবুও বসবাস মানুষের ভিড়ে, পরিত্রাণ খোঁজেন করে অনুরণনে-নিজেকে ভেঙেচুরে সাজিয়ে গড়ে তােলে নিবিড় অনুভূতি সংশ্লেষে মানুষের কথা গল্পের আদলে । ঋতুবৈচিত্র্যের প্রবলটানে যাপিত জীবনের অনুভবের খণ্ড খণ্ড চিত্র প্রকাশ করেছেন গল্পের মাধ্যমে সহজ। এ সাবলীল ভাষা-বর্ণনায় গল্পকার রোকসানা লেইস কাহিনীর যে চিত্রবিন্যাসের সংযােজন করেছেন, সত্যিকার-আর্থে এই অতুলনীয় সচ্ছায় আকর্ষণীয় ও হৃদয়গ্রাই হয়ে পৌঁছে যাবে মানুষের মন ও মননে।

রোকসানা লেইস এর বইসমূহ