Riddho Ridawanul Haque- তার জন্ম ২৭শে মার্চ ১৯৯৭-এ। ঋদ্ধ বিএএফ শাহীন কলেজ তেজগাঁও-এর একাদশ বিজ্ঞান বিভাগের ছাত্র। এই কিশোর অনুসন্ধিৎসু ও সৃজনশীল মনের অধিকারী। একদম ছোটবেলা থেকে বই পড়ার প্রতি ওর আগ্রহ। এ পড়া ক্রমান্বয়ে শখে পরিণত হয় আর তার সঙ্গে লেখাটাও। যে কোনো বিষয় নির্বাচন করেই তার উপর কয়েক লাইন লিখে ফেলাটা ওর সহজাত। মাঝে মাঝে সেইসব লেখা আবার পত্রিকায় পাঠাতো। আর তা ছাপাও হত। রহস্য উদঘাটন নিয়েও গল্প লিখেছে সেই সপ্তম, অষ্টম শ্রেণীতে পড়ার সময় থেকেই। এসএসসি পরীক্ষার পর অবসরে লিখে বসল ‘অজানা গন্তব্যের উদ্দেশ্যে’ যার গ্রন্থরূপ প্রফেসর ডাবল এ। ঋদ্ধ’র নানাভাই-এর উদ্যোগে এই লেখাটি প্রকাশও হলো। বৈজ্ঞানিক কল্পকাহিনীর এই লেখা কিশোর-কিশোরীদের নিশ্চয়ই নজর কাড়বে।