Loading...
রিয়াজ মাহমুদ
লেখকের জীবনী
রিয়াজ মাহমুদ (Riaz Mahmud)

জনাব রিয়াজ মাহমুদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে স্নাতকোত্তর সম্পন্ন করার পর থেকে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে কর্মরত আছেন। কাপ্তাই হ্রদের কাকচক্ষু জল আর রাঙ্গামাটি জেলার সুউচ্চ পাহাড় মিশে আছে তাঁর শৈশবে। তিনি কৈশোরের বিরাট অংশ কাটিয়েছেন মেঘনার তীরে তীরে আর বালুর চরে চরে হেঁটে। এককালে মেঘনার কুলঘেঁষে ঘর বাঁধার স্বপ্ন দেখতেন, কিন্তু এখন বঙ্গোপসাগরের কুল ঘেঁষে বাসা নিয়ে বাস করছেন। ভাষার প্রতি তাঁর অপরিসীম ভালোবাসা। হিন্দি, উর্দু, ইংরেজি এবং নেপালী থেকে বাংলায় তাঁর অনুবাদকর্ম রয়েছে। এছাড়াও আরবি, ফারসি, ভোজপুরি ও মৈথিলী ভাষায় রয়েছে তাঁর স্বল্পমাত্রার বিচরণ। স্বপ্ন দেখেন, বাংলাভাষী পাঠকদের সদয় সমীপে উপমহাদেশের বিভিন্ন ভাষার সাহিত্য উপস্থাপন করার।

রিয়াজ মাহমুদ এর বইসমূহ