Loading...
রশীদ এনাম
লেখকের জীবনী
রশীদ এনাম (Rashid Enam)

রশীদ এনাম,৮ ফেব্রæয়ারী ১৯৮১সালে পটিয়া পৌরসভার ৪ নং ওয়ার্ডের লালমিয়া গান্ধির বাড়িতে জন্ম গ্রহন করেন। পিতা- ফিরোজ আহমেদ কৃষিবিদ (অবসরপ্রাপ্ত কৃষি কর্মকর্তা) মাতা-জাহেদা আহমেদ (গৃহিনী)। পটিয়া পৌরসভার শেয়ান পাড়া পশ্চিম পটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে প্রাথমিক সমাপনি এবং ১৯৯৬ সালে আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয় হতে কৃতিত্বের সাথে এসএসসি, পটিয়া সরকারি কলেজ হতে এইচএসসি, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি বিশ^বিদ্যালয় কলেজ হতে হিসাব বিজ্ঞানে (সম্মান) ও চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ হতে হিসাব বিজ্ঞানে এম কম পাস করার পর কর্মজীবন শুরু করেন বাংলা লিংকের গ্রাহক সেবা কর্মকর্তা হিসেবে, বর্তমানে একটি প্রাইভেট ব্যাংকে প্রিন্সিপাল অফিসার হিসেবে কর্মরত। শৈশবে বেড়ে উঠা গ্রামেই। দুরন্ত দস্যিপনায় বেড়ে উঠা ছেলেটি ইসকুল বেলা থেকে লেখালিখি শুরু করেন। কাছের বন্ধুদের আড্ডার প্রাণবন্তমুখ এই তরুণ লেখককে চিনে একজন স্বপ্নবাজ গল্পকার হিসেবে। চট্টগ্রামের একটি দৈনিক পত্রিকায় পটিয়া প্রতিনিধি হিসেবে বেশ কিছুদিন সাংবাদিকতাও করেছেন। ইতিহাস ও ঐতিহ্য বিষয়ক ফিচার লিখতেন চট্টগ্রামের স্থানীয় দৈনিক পত্রিকায়। এছাড়াও জাতীয় দৈনিক পত্রিকা ও ম্যাগাজিনে তাঁর ছোট গল্প ও ফিচার ছাপা হয়। তিনি ঢাকা থেকে প্রকাশিত শিশু কিশোর জনপ্রিয় পত্রিকা টইটম্বুরের পরামর্শক পর্ষদের সদস্য ও ঢাকার সমন্বয় সহকারী হিসেবে সম্প্রতি নিয়মিত লিখছেন ইতিহাসের খসড়া ম্যাগাজিনে, শুধু লিখালিখিতে থেমে নেই। সামাজিক দায়বদ্ধতার জন্য ভালোবাসার হাত বাড়িয়েছেন সুবিধা বঞ্চিত শিশুদের প্রতিও। নিষ্পেষিত পরিবারের শিশুদের জন্য চট্টগ্রাম নগরীর পাহাড়তলী এলাকায় ‘বর্ণের হাতে খড়ি’ নামে একটি হেল্পলেস চাইল্ড ইসকুল করেছেন। বর্ণের হাতে-খড়ি সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক লেখক নিজেই। একজন দক্ষ সংগঠক হিসেবেও বেশ সুনাম রয়েছে বন্ধু মহলের কাছে। পটিয়ায় নিজে প্রতিষ্ঠা করেছেন, মাতাবিস(মাদক ও তামাক বিরোধী সংগঠন)। পটিয়া সৃজনশীল সাহিত্য গোষ্ঠী মালঞ্চের সংগঠক এবং পটিয়া পৌরসভার ৪নং ওয়ার্ডের নেজাম স্মৃতি স্পোটিং ক্লাবের সাবেক সাধারন সম্পাদক। এছাড়াও নিরলসভাবে কাজ করেছেন, প্রথম আলো চট্টগ্রাম জেলা বন্ধুসভায় ও বাংলাদেশ গণিত অলম্পিয়াডে। প্রতিবন্ধীদের অধিকার অর্জনে নিবেদিত সংগঠন বি-স্ক্যান(বাংলাদেশ সোসাইটি ফর চেঞ্জ এন্ড এডভোকেসী নেক্সাস) এর নির্বাহী সদস্য এবং চট্টগ্রাম সমিতি, ঢাকা-র আজীবন সদস্য, চট্টগ্রাম একাডেমী ও বাংলাদেশ ইতিহাস সম্মিলনি চট্টগ্রাম জেলা কমিটির সদস্য এবং ঢাকা “আজকের প্রজন্ম” সংগঠনের কেন্দ্রীয় কমিটির সংগঠক । পটিয়া ক্লাবের আজীবন সদস্য ।