Loading...
রকিবুল আমিন
লেখকের জীবনী
রকিবুল আমিন (Rakibul Amin)

যে কজন তরুন লেখক তাদের ¶ুরধার লেখনির দ্বারা পাঠকদের আকৃষ্ট করেছেন, রকিবুুল আমিন তাদের মধ্যে অন্যতম। লেখালেখি করছেন প্রায় দুই যুগ ধরে। তিনি মূলত দুটি ধারায় লিখে থাকেন। বড়দের জন্যুগল্প, উপন্যাস, সায়েন্স ফিকশন আর শিশু-কিশোরদের জন্যুগল্প, উপন্যাস ও ইতিহাস ভিত্তিক লেখা। ‘ভূতের বাড়ি অস্ট্রেলিয়া’ নামক বইটি দিয়ে শিশু-সাহিত্যে পেয়েছেন ব্যাপক জনপ্রিয়তা। প্রচার বিমুখ এই লেখকের প্রকাশিত বইয়ের সংখ্যা ১৩টি। নেশা: লেখালেখি, বই পড়া আর প্রিয় মানুষদের সাথে আড্ডা দেওয়া। পেশা: শি¶কতা, কর্মস্থল: শহীদ ছালাম উচ্চ বিদ্যালয়, টাংগাইল। স্বপ্ন দেখেন দেশের প্রথম সারির কথা-সাহিত্যিক হওয়ার। ১৯৯২ সালের ১০শে আগস্ট ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার কৈয়াদী গ্রামে লেখকের জন্ম হলেও তার দুরন্ত শৈশব ও কৈশোর কেটেছে টাংগাইল জেলার ঘাটাইল উপজেলার জোড়দিঘী গ্রামে।