প্রদ্যোৎ সেন সুদীর্ঘ পেশাগত জীবনে শিক্ষকতা করেছেন একজন প্রধান শিক্ষক হিসেবে। লেখাপড়া শেষ করেছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ে। ১৯৯১ সালে কর্মজীবন থেকে অবসর গ্রহণ করেন। তাঁর প্রকাশিত কবিতাগ্রন্থ : কোথায় চলেছি সব, দশম বিস্ময় হােক নাম তার, সৃষ্টি আজ এরই নাম, তবুও হয়নি দেখা, শেষের বিলাস এবং বিশ্বঘন্টা। উপন্যাস : ঋত্বিক, গুরু না গরু। প্রবন্ধ : মৃতের সংলাপ।