ওয়ালিউর রহমান একজন পেশাদার কূটনীতিক। তিনি প্রধানমন্ত্রীর বিশেষ দূত হিসেবেও কাজ করেছেন। দীর্ঘ কূটনীতিক জীবনে তিনি জার্কাতা, বার্ন জেনেভা, রােম, জেদ্দা, তিউনিশিয়া ও জাতিসংঘের সদরদপ্তর নিউইয়র্কে কর্মরত ছিলেন। রাষ্ট্রদূত ওয়ালিউর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় ও অক্সফোর্ডে অধ্যয়ন করেন। তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কুইন এলিজাবেথ হাউসের একজন ভিজিটিং ফেলাে। এ পর্যন্ত তিনি ১১টি পুস্তক রচনা করেছেন যার মধ্যে দুটি ফরাসী ভাষায় লিখিত। তিনি একজন বীরমুক্তিযােদ্ধা। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন তিনি সুইজারল্যান্ডের পাকিস্তান দূতাবাসে কর্মরত থাকা অবস্থায় মুক্তিযুদ্ধের সমর্থনে পাকিস্তান সরকারের চাকুরী থেকে পদত্যাগ করেন এবং সুইস সরকারের রাজনৈতিক আশ্রয় গ্রহণ করে সমস্ত কর্মকান্ড পরিচালনা করেন ।