Novera Hossain- ২০ সেপ্টেম্বর ১৯৭৫, মাদারীপুর শহরে নানাবাড়িতে। শৈশব হতেই ঢাকায় বেড়ে ওঠা। তিনি লেখাপড়া করেছেন ধানমন্ডির কাকলি উচ্চ বিদ্যালয়, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগে। লিটল ম্যাগাজিনে লেখা শুরু করেছেন ২০০০ সালের পর থেকে। বর্তমানে বিভিন্ন লিটল ম্যাগাজিন, দৈনিক পত্রিকা এবং গবেষণাধর্মী জার্নালে লেখেন। তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থ : হারানো দোকান এল দরাদো ২০০৯ (জনান্তিক), একজন আঙুল শুধু হেঁটে বেড়ায় ২০১০ (সংবেদ), আর কারনেশন ফুটল থরে থরে ২০১৩ (শুদ্ধস্বর) এবং পিয়াস মজিদের সাথে যৌথভাবে সম্পাদনা করেছেন নির্বাচিত কবিতা : শামীম কবীর ২০১০ (অ্যাডর্ন)। এছাড়া ২০১১ সালে শুদ্ধস্বর থেকে প্রকাশিত হয় তাঁর গল্পগ্রন্থ পেন্ডুলাম ও শিশুর দোলনা। তিনি কিছুদিন নৃবিজ্ঞান বিষয়ে শিক্ষকতা করেছেন এবং কয়েকটি প্রতিষ্ঠানে গবেষণা কাজের সাথে যুক্ত ছিলেন।