Loading...
নাসির আহমেদ
লেখকের জীবনী
নাসির আহমেদ (Nasir Ahmed)

নাসির আহমেদ এর জন্ম দ্বীপজেলা ভােলায় ।। ছাত্রজীবনেই সাংবাদিকতা শুরু। পেশাগত জীবনে কাজ করেছেন সাপ্তাহিক গণমুক্তি, বাংলাদেশ বেতার, অধুনালুপ্ত দৈনিক বাংলা, জনকণ্ঠ, সমকাল, বর্তমান এবং বাংলাদেশ টেলিভিশনসহ নানা গণমাধ্যমে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে প্রথম শ্রেণির এম এ কবি নাসির আহমেদ দৈনিক জনকণ্ঠে একটানা ১৫ বছর রাজনৈতিক কলাম লিখে হয়েছেন পাঠকপ্রিয়। লিখেছেন ছােটদের জন্য বহু গল্প-কবিতা-ছড়া আর বেতারটিভিতে প্রায় হাজারখানেক গান। একাধিক টিভি সিরিয়ালসহ খণ্ড নাটকের সংখ্যাও ডজনখানেক। প্রকাশিত গ্রন্থ সংখ্যা ২৯। সাহিত্যে অবদানের জন্য, বাংলা একাডেমি পুরস্কার, পশ্চিমবঙ্গের বিষ্ণু দে পুরস্কার, সুনীল গঙ্গোপাধ্যায় স্মৃতি সম্মাননা, মাইকেল মধুসূদন দত্ত পুরস্কার, কাব্যকলা পুরস্কার, বাংলাদেশ লেখিকা সংঘ পুরস্কার, জীবনানন্দ দাশ পুরস্কার, সুকান্ত একাডেমি পুরস্কার, চন্দ্রাবতী একাডেমি পদক, কবিতালাপ পুরস্কার, জাতীয় মঙ্গল পদকসহ বহু পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন। শ্রেষ্ঠ নাট্যকার হিসেবে পেয়েছেন বাচসাস, টেলিভিশন রিপাের্টার্স অ্যাসােসিয়েশন পুরস্কার, খাগড়াছড়ি থিয়েটার পদকসহ নানা সম্মাননা ও স্বীকৃতি।