নকিব মুকশি (Nokib Mukshi)। জাতীয় পরিচয়পত্রে (NID) হোসেন আলী (Hossain Ali)। বাড়ি শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার কোদালপুর ইউনিয়নের সরদার পাড়া গ্রামে। স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। বর্তমানে একটি জাতীয় দৈনিক পত্রিকায় কর্মরত আছেন। পাশাপাশি এক্সিলেন্ট আইডিয়াল স্কুল নামের একটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালকের দায়িত্ব পালন করছেন। নকিব মুকশি নিরীক্ষাধর্মী কবিতা লিখতে বেশি পছন্দ করেন। তিনি ভিন্ন ধরনের এক কাব্যদর্শনাশ্রিত ফর্ম (হেজিমনিক ফর্ম) ও সিন্ট্যাক্সে কবিতা লিখছেন। এ ধরনের কবিতার নাম দিয়েছেন ‘হেজিমনিক কবিতা’। তাঁর হেজিমনিক কবিতাগুলো নিয়ে প্রকাশিত বইয়ের নাম ‘...দুধের গাই—এজমালি বাগান...’। নকিব মুকশির প্রকাশিত কাব্যগ্রন্থ : কাছিমের পিঠে গণতন্ত্র, ভাষাচিত্র প্রকাশন, ২০১৩ (বইটি কবি কর্তৃক অস্বীকার) প্রতিশিসে অর্ধজিরাফ, জেব্রাক্রসিং প্রকাশন, ২০১৯ ...দুধের গাই—এজমালি বাগান..., চন্দ্রবিন্দু প্রকাশন, ২০২০ জুতার কিরণ, অনুপ্রাণন প্রকাশন, ২০২১