Loading...
মুফতি মামুন বিন ইসমাঈল
লেখকের জীবনী
মুফতি মামুন বিন ইসমাঈল (Mufti Muhammod Mamun Bin Ismail)

মামুন বিন ইসমাঈল , জন্ম – মিরপুর , ঢাকা – ১২১৬ , বাংলাদেশে । পিতা – মুহাম্মদ ইসমাঈল বেপারী । মাতা – হোসনে আরা (রহিঃ) । মিরপুর-১২-তে অবস্থিত দারুল কোরআন মাদ্রাসা থেকে কোরআন হিফজ শেষ করে ঢাকার ঐতিহ্যবাহী জামেয়া আরাবিয়া ইমদাদুল উলূম ফরিদাবাদ মাদ্রাসা থেকে সাফল্যের সাথে সম্পন্ন করেন দাওরায়ে হাদীস , অতঃপর সেখানেই কৃতিত্বের সাথে ইসলামী উচ্চতর আইন ও গবেষণা বিভাগের অধ্যয়ন সমাপ্ত করেন । র্কমজীবন শুরু হয় তুরস্কের প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ ও লেখক বদিউজ্জমান সাঈদ নূরসী (রহিঃ)-র অনবদ্য সৃষ্টি “রিসালায়ে নূর” সমগ্রের অনুবাদ দিয়ে , বিশাল এই কাজে এখনও জড়িত আছেন সিনিয়র অনুবাদক হিসেবে । এছাড়াও করছেন বিভিন্ন গ্রন্থের অনুবাদ , গ্রন্থনা ও সম্পাদনার কাজ । উপরন্তু শিক্ষাদান করছেন মিরপুরে অবস্থিত মারকাযুল উলূমিল ইসলামিয়াহ-র তাখাসসুস ফিল ফিকহি ওয়াল ইফতা-য় ইসলামী আইন বিষয়ে । এযাবৎকৃত অনুবাদর্কম – ইশারাতুল ই’জায , মু’জিযায়ে মুহাম্মাদিয়া , আল্লাহ্ তা’আলা-র অভিনব নির্দশন , স্রষ্টার প্রতি সৃষ্টির মোনাজাত , হৃদয়ে হযরত মুহাম্মদ (সাঃ) , এজীবন কেন কাঁদায় ?, প্রকৃতি : স্রষ্টা নাকি সৃষ্টি ? , সৃষ্টিজগতে আসমাউল হুসনার প্রতিফলন । আরও কাজ এগিয়ে চলছে ।