Loading...
মনিরুজ্জামান খান
লেখকের জীবনী
মনিরুজ্জামান খান (Moniruzzaman Khan)

জন্ম ১৯৬৫ সালের ২ ডিসেম্বর সিরাজগঞ্জ শহরে। ছাত্র জীবনে জড়িয়ে পড়েন প্রগতিশীল ছাত্র রাজনীতিতে, যুক্ত হন লিটল ম্যাগ আন্দোলনে। তাঁর সম্পাদনায় ম্যাগাজিন ‘অবলোকোন’ ও ‘সুন্দর’ প্রকাশিত হলে পাঠক মহলে সাড়া জাগায়। স্থানীয় লিটল ম্যাগে লিখতেন নিয়মিত। কথাসাহিত্যে তাঁর নিজস্বতা এক অপরূপ সুর মিলিয়ে দেয় পাঠকের মনের গভীরে। যা আলাদা করে কথাসাহিত্যের স্বাদ-বৈচিত্রের ভূবনে। ১৯৮৭ সালে স্নাতক পাশ করে শিক্ষকতায় যুক্ত হন, কিন্তু বেশীদিন থাকেননি সে পোশায়। বর্তমানে লেখালেখিতে নিয়মিত হয়েছেন। তাঁর প্রথম উপন্যাস ‘একজন পিতার গোপন অনুতাপ’ প্রকাশ হয় ২০১৯-এ।