মুনিরা প্রীতুর জন্ম ব্রাহ্মণবাড়িয়ায় কিন্তু বাবার চাকরির সুবাদে চট্টগ্রামে বেড়ে ওঠা। ছোটবেলা থেকেই প্রচুর বই পড়ার অভ্যাস তার। অনার্স মাস্টার্স করেছেন সবুজে ঘেরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে। বিষয় ছিল তার খুবই প্রিয় 'ইংরেজি সাহিত্য ও ভাষা।' লেখালেখি আগে করেছেন বিভিন্ন পত্রপত্রিকায়। দৈনিক প্রথম আলো ও রহস্যপত্রিকায় লিখতেন নিয়মিত। সামাজিক যোগাযোগ মাধ্যমেও লিখছেন বেশ কিছুদিন হলো। 'লেখক হব' এরকম ভেবেচিন্তে কখনো লিখেননি। যা লিখেছেন, যখনই লিখেছেন সেটা মন থেকে, ভালোবেসে লিখেছেন। আর যে কাজটা প্রচন্ড ভালোবাসা থেকে করা হয় সেটার একটা আলাদা গ্রহণযোগ্যতা থাকে। ২০১৯ সালের বইমেলাতে তার প্রথম বই 'স্বপ্নচারিণী' প্রকাশিত হয়। ২০২৩ সালের একুশে বইমেলাতে প্রকাশিত হয় উপন্যাস 'ইনীশা'। বর্তমানে বসবাস করছেন যুক্তরাষ্ট্রের টেক্সাসে।