Loading...
মহাম্মদ দানীউল হক
লেখকের জীবনী
মহাম্মদ দানীউল হক (Mohammad Daniul Haque)

মহাম্মদ দানীউল হক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক। ষাটের দশকে গল্প ও রম্যরচনায় পরিচিতি লাভ করলেও দানীউল হক উত্তরকালে সমালােচনা এবং প্রবন্ধধর্মী রচনায় নতুন করে তাঁর সক্ষমতাকে প্রতিষ্ঠিত করেন। পিতৃভূমি কামাউড়া (আশুগঞ্জের কাছে) ব্রাহ্মণবাড়িয়া, কিন্তু চারণ-জীবনের সিংহভাগ চট্টগ্রাম তাঁর সাংস্কৃতিক মানস আর শিক্ষার ভিত ও শক্তি গড়ে দিয়েছে। কর্মজীবন তাঁকে দিয়েছে বহুমাত্রিকতা। পরবর্তী ঘটনা প্রবাহ তাঁকে নিয়ে যায় গােলার্ধের অপর প্রান্তে (আমেরিকায়) এবং সাহিত্যের অপর পিঠে (ভাষা-বিজ্ঞানের দক্ষতায়)। এদেশে ভাষা-বিজ্ঞানের আধুনিক ধারার প্রবক্তকদের মধ্যে আশির দশক থেকে অন্যতম হয়ে উঠেন দানীউল হক, কিন্তু তাঁর গােড়ার শিক্ষা বাংলা ভাষা ও সাহিত্য হয়ে থাকে মজ্জাগত। নানা বিষয়ে তাঁর সুপ্রচুর প্রবন্ধ-নিবন্ধ, দেশে ও বিদেশে সেমিনারসিম্পােজিয়াম, সম্মেলন, উপস্থাপনা এবং বক্তব্য-আলােচনায় খ্যাত প্রফেসর হকের বেশ কিছু গ্রন্থের মধ্যে এ বইটি নতুন করে প্রকাশ করতে পারায় সাহিত্য বিলাস প্রকাশনা গর্বিত।