Loading...
মোহাম্মদ আলমগীর আলম
লেখকের জীবনী
মোহাম্মদ আলমগীর আলম (Mohammad Alamgir Alam)

ড. আলমগীরের জন্ম চট্টগ্রামে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স শেষে কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার একটি সরকারি বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ, স্টেট ইউনিভার্সিটি থেকে এনভায়রনমেন্টাল সাইন্সে এমএসসি, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলসের আটলান্টিক ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে এমফিল ও পিএইচডি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে সিসি এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট থেকে পিজিডিপিএম ডিগ্রি অর্জন করেন। পরবর্তীকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে ব্যবসায় প্রশাসনে প্রফেশনাল ডিগ্রি ও বুয়েট থেকে একাধিক উচ্চতর প্রশিক্ষণ কোর্স গ্রহণ করেন। এছাড়া সফলতার সঙ্গে চৌদ্দটি অনলাইন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মাইক্রোসফট সার্টিফিকেশন এমসিএসই, এমসিএসএ, এবং এমসিডিবিএ প্রফেশনাল ডিগ্রি অর্জন করেন এবং মাইক্রোসফট-এর কর্ণধার বিল গেটস স্বাক্ষরিত সনদ লাভ করেন। ব্যাংকিংয়ে ক্যারিয়ার শুরু করলেও পরবর্তীকালে তিনি আমিন মোহাম্মদ গ্রুপ ও কনকর্ড গ্রুপের জেনারেল ম্যানেজার হিসেবে দক্ষতার সঙ্গে কাজ করেছেন। ২০০৮ সাল থেকে যমুনা গ্রুপের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি নিজের আটটি কোম্পানির সমন্বয়ে গড়া এজি গ্রুপের চেয়ারম্যান ও এমডি হিসেবে নিজের ব্যবসার পরিধি উত্তরোত্তর বাড়িয়ে চলেছেন। নিয়মিত টকশোতে অংশ নিয়ে অকপটে তুলে ধরেছেন যাপিত জীবনের নানান বিষয়ে নিজের অনুভবগুলোকে। পড়াশোনা ও কর্মজীবনের অভিজ্ঞতার পাশাপাশি তার রয়েছে সপরিবারে শতাধিক দেশে দুই শতাধিকবার ভ্রমণের মাধ্যমে বিশ্বসংস্কৃতিকে খুব কাছে থেকে দেখার ও জানার দুর্লভ অভিজ্ঞতা। সপরিবারে ডেনমার্কের স্কিল্ড ইমিগ্রেন্ট হওয়া সত্ত্বেও স্বদেশে বসবাসেই তার স্বস্তি। পরিবার থেকেই সংস্কৃতিচর্চা ও লেখালেখির অনুপ্রেরণা পাওয়া। বাংলা সাহিত্যের বরেণ্য লেখকদের লেখার সঙ্গে পরিচিতি আর ইংরেজি সাহিত্য পড়তে গিয়ে বিশ্বসাহিত্যকে জানার সুযোগ এই দুইয়ের সম্মিলনে লেখকের লেখালেখির আগ্রহ আরওবাড়ে। লেখালেখিও চলে অগোচরে, অনেক সময়।