মীর শামছুল আলম বাবু (১৯৭১-) একাধারে চলচ্চিত্র গবেষক, আলোকচিত্র শিল্পী, পর্বতারোহন প্রশিক্ষক ও দুর্লভ দলিল সংগ্রাহক। বিভিন্ন চলচ্চিত্র সংসদের পাশাপাশি বাণিজ্যিক চলচ্চিত্রেও কাজ করেছেন তিনি। স্বনামধন্য জার্নাল ও পত্রপত্রিকায় আলোকচিত্র, চলচ্চিত্র, ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ বিষয়ে গবেষণা প্রবন্ধ প্রকাশ করেছেন। অন্যান্যের মধ্যে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ প্রকাশ করেছে তাঁর দুই গবেষণাগ্রন্থ ‘কুশলী চিত্রগ্রাহক বেবী ইসলাম’ এবং ‘চিত্রসম্পাদক বশীর হোসেন’।