Loading...
মেজবাহউদ্দিন সাকিল
লেখকের জীবনী
মেজবাহউদ্দিন সাকিল (Mezbahuddin Sakil)

মেজবাহউদ্দিন সাকিল। জন্ম মেঘনা পাড়ের শহর চাঁদপুরের পুরানবাজারে। আমিনুল হক পৌর প্রাথমিক বিদ্যালয়ে পড়াশােনার হাতেখড়ি। হাসান আলী সরকারী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং চাঁদপুর কলেজ থেকে এইচএসসি। জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে হিসাব বিজ্ঞানে সম্মানসহ স্নাতকোত্তর। কিন্তু পেশা হিসেবে বেছে নেয়া সাংবাদিকতা।। বিভিন্ন পত্রিকায় সম্পাদকীয় পাতায় কাজ করে বর্তমানে যায়যায়দিনের। সম্পাদকীয় বিভাগে কর্মরত এ বিভাগে কাজ করার সুবাদে রাজনীতির গতি-প্রকৃতি বিশ্লেষণে রয়েছে প্রচণ্ড আগ্রহ। এছাড়া আইকিউ, সুডােকুর। প্রতি রয়েছে প্রবল ঝোঁক। এটি লেখকের প্রথম বই। আগামীতে রাজনীতি, আইকিউ, সুডােকু ও ছােটগল্প নিয়ে বই বের করার আগ্রহ আছে। ভালােবাসেন তৃণমূল মানুষকে। এ জন্য কিছুদিন সাংবাদিকতা ছেড়ে ব্র্যাকে কাজ করেছেন। এনজিও ও তৃণমূল মানুষকে নিয়ে আগামীতে লেখালেখির ইচ্ছা রয়েছে।

মেজবাহউদ্দিন সাকিল এর বইসমূহ