Loading...
মোঃ রবিউল ইসলাম
লেখকের জীবনী
মোঃ রবিউল ইসলাম (Md. Robiul Islam)

মোহাম্মদ রবিউল ইসলাম ১৫ই সেপ্টেম্বর ২০০১ সালে সিরাজগঞ্জ জেলার শাহ্জাদপুর উপজেলার স্বরূপপুর গ্রামে জন্ম গ্রহণ করেন। তার পিতার নাম মোঃ নজিবর রহমান এবং মাতার নাম মোছাঃ আসমা খাতুন। তিনি পিতা-মাতার কনিষ্ঠ সন্তান। ২০১৭ সালে স্থানীয় বনগ্রাম ডাঃ রমজান আলী উচ্চ বিদ্যালয় (বিজ্ঞান বিভাগ) থেকে কৃতিত্বের সাথে এসএসসি পাস করেন এবং ২০১৯ সালে শাহ্জাদপুর সরকারি কলেজ ( বিজ্ঞান বিভাগ) থেকে কৃতিত্বের সাথে এইচএসসি পাস করেন। বর্তমানে তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে রসায়ন বিভাগে অধ্যায়ন করছেন। তার রচিত যৌথ কাব্য গ্রন্থ "তুমি আসবে বলে, তুমি আমার দুঃখ সুখের সারাংশ, হৃদয়ের স্পন্দন বিশেষভাবে উল্লেখযোগ্য। বর্তমানে তিনি পড়াশোনার পাশাপাশি এইউএসবি জ্ঞানালোক আইডিয়াল স্কুলে সহকারি শিক্ষক হিসাবে দ্বায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি পাথফাইন্ডার ল্যাব স্কুলের প্রাক্তন সহকারি শিক্ষক, "বাংলাদেশ ক্যারিয়ার অলিম্পিয়াড" (BCO) শাহ্জাদপুর উপজেলার কার্যনির্বাহী সদস্য, "কেয়া স্টুডেন্ট'স ফোরাম বাংলাদেশ" (KSFB) সিরাজগঞ্জ জেলা শাখার কার্যনির্বাহী সদস্য এবং "বাংলাদেশ ম্যানগ্রোভ সোসাইটি" (BMS) সিরাজগঞ্জ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক হিসাবে দ্বায়িত্ব পালন করছেন।