Loading...
মোঃ কামরুল হাসান খান
লেখকের জীবনী
মোঃ কামরুল হাসান খান (Md. Kamrul Hasan Khan)

মাে. কামরুল হাসান খান। জন্ম : ২৯ জানুয়ারী, ১৯৬২ করটিয়া, টাঙ্গাইল। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ভূগােল ও পরিবেশ বিষয়ে স্নাতকোত্তর। পেশাগত জীবনে এল.জি.ই.ডি’তে পরিকল্পনাবিদ ও পরিবেশ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ হিসেবে কাজ করেছেন। আন্তঃ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক জোটের সংগঠক একই সময়ে শতদল যা পরে পথিকৃত নামে নবরূপে আত্মপ্রকাশ করে, বাংলাদেশ লেখক শিবির এবং প্রগতিশীল আলােচনা গােষ্ঠীর সাথে সম্পৃক্ত ছিলেন। আশির দশকে গ্রাম থিয়েটার আন্দোলনের সূচনা হয়। তখন থেকেই এর সাথে যুক্ত ও ‘তালুকনগর থিয়েটার এর প্রতিষ্ঠাকালীন সদস্য। গ্রাম থিয়েটারের প্রথম প্রকাশিত নাটক সম্পাদনা করেছিলেন সেলিম আল দীন, নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু ও কামরুল । প্রকাশকও ছিলেন। তিনি নিজেই। ১৯৮৬ সালে অনুষ্ঠিত গ্রাম থিয়েটারের ১ম সম্মেলনে ঢাকা বিভাগের সম্পাদকের দায়িত্ব অর্পিত হয় তাঁর উপর। একসময় চাকুরীকালীন জীবন বাস্তবতায় ভাটা পরে গ্রাম থিয়েটারের কাজে। সেলিম আল দীনের মৃত্যুর পর কামরুল পুনরায় গ্রাম থিয়েটারের কাজে যুক্ত হন। ২০০৮ সালের সম্মেলনে আবারও তাঁকে ঢাকা বিভাগের সমন্বয়ক নির্বাচিত করা হয়। গ্রাম থিয়েটার বিষয়ে একটি গবেষণামূলক গ্রন্থ রচনায় নিমগ্ন কামরুল এখন পর্যন্ত সম্পাদনা ও গ্রন্থনা করেছেন-সেলিম আল দীন: অর্ধ সমাপিত গীত!, সেলিম আল দীন রচনা সমগ্র নবম খণ্ড ও সেলিম আল দীন নাটক সমগ্র- প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় খণ্ড সহ পেশা সংশ্লিষ্ট কয়েকটি পুস্তক। গ্রাম থিয়েটারের গুরুত্ব ও প্রয়ােজনীয়তার কথা বিবেচনা করে ২০১৫ সাল থেকে ঢাকা বিভাগের মুখপত্র নামে নাট্য পত্রিকা সম্পাদনা করে আসছেন তিনি।