Loading...
মাওলানা রাওয়াহা
লেখকের জীবনী
মাওলানা রাওয়াহা (Mawlana Raoyaha)

ওবাইদুল আলীম রাওয়াহা। ঢাকাতে জন্ম ও বেড়ে ওঠা। জামিয়াতুল উলূমিল ইসলামিয়া ঢাকা থেকে ২০১৪ সালে তাকমীল ও ২০১৫ সালে দা'ওয়া (তুলনামূলক ধর্মতত্ত্ব) সম্পন্ন করেন। এরপর ২০২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগ থেকে অনার্স ও ২০২৩ সালে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। কর্মজীবনে বেশ কয়েকটি প্রতিষ্ঠানে শিক্ষকতা করেছেন। বর্তমানে উত্তরায় অবস্থিত "আন নূর একাডেমী' তে শিক্ষা উপদেষ্টা হিসেবে যুক্ত রয়েছেন। তাহযীব ফাউন্ডেশনের অধীনে পরিচালিত আফটার স্কুল ও মাকতাব প্রোগ্রামের সাথেও জড়িত। এছাড়া একাধিক প্রকাশনা প্রতিষ্ঠানে নিয়মিত রচনা, অনুবাদ ও সম্পাদনা করে যাচ্ছেন।

মাওলানা রাওয়াহা এর বইসমূহ