Loading...
মাওলানা মুহাম্মাদ আব্দুল হালীম
লেখকের জীবনী
মাওলানা মুহাম্মাদ আব্দুল হালীম (Maulana Muhammad Abdul Halim)

মাওলানা মুহাম্মাদ আব্দুল হালীম বর্তমান প্রজন্মের একজন খ্যাতিমান লেখক ‎ও অনুবাদক। দারুল উলূম দেওবন্দ (ভারত)-এ দাওরায়ে হাদীস এবং আরবি ‎ভাষা ও সাহিত্যে উচ্চতর ডিগ্রি অর্জন করেন (১৯৯৭-৯৮)। জামিআ ‎ইসলামিয়া দারুল উলূম ঢাকা, মসজিদুল আকবর, মিরপুর, ঢাকা থেকে ‎‎২০০৬ সালে ইফতা সম্পন্ন করেন। পরবর্তী কালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ‎বিএ অনার্স (আরবি, প্রথম শ্রেণিতে প্রথম, ২০১০) এবং এমএ (আরবি, ‎প্রথম শ্রেণিতে প্রথম, ২০১২) পরীক্ষায় বিশেষ কৃতিত্বের জন্য রাষ্ট্রপতি ও ‎প্রধানমন্ত্রী স্বর্ণপদকে ভূষিত হন। তার বিখ্যাত গ্রন্থসমূহের মধ্যে হাদীসের ‎‎দুআ দুআর হাদীস, আরবি বাগধারা, আরবি-বাংলা অভিধান, ইসলামী ও ‎আধুনিক অর্থব্যবস্থা, কুরআন অধ্যয়নের মূলনীতি ইত্যাদি উল্লেখ্য। ‎

মাওলানা মুহাম্মাদ আব্দুল হালীম এর বইসমূহ