Loading...
মাসুমা বকুল
লেখকের জীবনী
মাসুমা বকুল (Masuma Bakul)

মাসুমা বকুল একজন লেখক হিসেবে এ নামেই তিনি পরিচিত। পেশাগত জীবনে তিনি মাছুমা আকতার। তার ২৮ বছরের পেশাগত জীবন বহুমুখী প্রাপ্তির ছটায়। দীপ্যমান। ২০১২ সালে ডিজিটাল কন্টেন্ট মেলায় তিনি লাভ করেন মানসম্মত সর্বোচ্চ কন্টেন্টদাতার পুরস্কার। ২০১৩ সালে মাল্টিমিডিয়া কন্টেন্ট প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করার গৌরব লাভ করেন তিনি। বাংলাদেশে শিক্ষকদের জনপ্রিয় ওয়েবসাইট “শিক্ষক বাতায়ন’-এ তিনি বেশ কয়েকবার সেরা শিক্ষক নির্বাচিত হন। যার মূল্যায়নে ২০১৪ সালে কক্সবাজার শিক্ষক সম্মেলনে মাননীয় শিক্ষামন্ত্রীর কাছ থেকে লাভ করেন সেরা শিক্ষক সম্মাননা অ্যাওয়ার্ড। আন্তর্জাতিক নারী। দিবস উপলক্ষ্যে ২০১৫ সালে বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ নারী শিক্ষক হিসেবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রােগ্রাম কর্তৃক লাভ করেন বিশেষ সম্মাননা। এছাড়া আরও বহু প্রাপ্তি ও সমৃদ্ধিতে আলােকিত তার জীবন। নিজের কর্মক্ষেত্রে তিনি একজন সফল ও জনপ্রিয় শিক্ষক। সাহিত্য তাকে টানে প্রবলভাবে। ছােটবেলা থেকেই তিনি সাহিত্যচর্চা করে আসছেন। শিশুদের জন্য ত্যর ভালােবাসা নিখাদ ও আবেগময়। ছােটদের জন্য প্রকাশিত তার ছড়া ও কবিত্য সংকলন ‘স্বপন নায়ের মাবি’ এবং গল্প সংকলন ‘রাজকন্যা মেঘবতী' ইতােমধ্যেই সুধীমহলে ভূয়সী প্রশংসা কুড়িয়েছে। পাঠক মহলে বিপুলভাবে সমাদৃত হয়েছে এই লেখকের প্রথম প্রকাশিত ছােটগল্প সংকলন ‘দর পৃথিবীর গন্ধ। অত্যন্ত কর্মব্যস্ত জীবনের পাশাপাশি তিনি তার সাহিত্য চর্চা চালিয়ে যাচ্ছেন নিরলসভাবে।

মাসুমা বকুল এর বইসমূহ