Loading...
মাসুদ খোন্দকার
লেখকের জীবনী
মাসুদ খোন্দকার (Masud Khondakar)

সমুদ্রপাড়ের মানুষ। উখিয়া, কক্সবাজারে তাঁর জন্ম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে কৃতিত্বের সাথে অর্জন করেন স্নাতক সম্মান এবং স্নাতকোত্তর ডিগ্রি (১৯৮৬)। পেশায় তিনি একজন কূটনীতিকÑ বর্তমানে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন। কর্মসূত্রে ঘুরে বেড়িয়েছেন ফ্রান্স, যুক্তরাজ্য, ভারত, ফিলিপিনস, কাতার ও কানাডাসহ পৃথিবরি নানা শহর ও প্রান্তর। মাসুদ খোন্দকারের সাহিত্যচর্চা বলতে গেলে কিশোর বয়স থেকে। কবিতার সাথে তাঁর সময় কাটে বেশি। অন্তমুর্খী এবং বিনয়ী মানুষ তিনি, নিজেকে ‘সাহিত্যের ছাত্র, হিসেবে পরিচয় দিতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। রবীন্দ্রনাথের ওপর তাঁর লেখা নিবন্ধ রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের জার্নাল ও বইতে স্থান পেয়েছে। কবিতা ও অনুবাদকর্মের পাশাপাশি তিনি দক্ষিণ-পূর্ব এশিয়ার সাহিত্যের ওপর গবেষণা করেছেন।