মাহমুদা আকতারের জন্য ঢাকায়। লেখালেখির শুরু কবে থেকে জানা নেই। কলেজে পড়তেই নিজের মামীর মুখে শােনা সত্য ঘটনা অবলম্বনে লেখেন ‘ভাত' গল্প । এটিই ছাপার অক্ষরে প্রকাশিত তার প্রথম গল্প । পড়াশােনা করেছেন কামরুন্নেসা স্কুল, সেন্ট্রাল উইমেন্স কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে। লেখাপড়া শেষ হওয়ার আগেই জড়িয়ে পড়েন সাংবাদিকতায়। বিভিন্ন প্রথম শ্রেণির দৈনিক ও সংবাদ সংস্থায় কাজ করেছেন। বর্তমানে কাজ করছেন একটি অনলাইন পত্রিকায়। নিভৃতচারী এই লেখিকার প্রথম প্রকাশিত গল্পগ্রন্থ ‘শ্বেত হংসীর কান্না' বেরিয়েছিল বাংলা একাডেমির তরুণ লেখক প্রকল্প থেকে ১৯৯৬ সালে। দ্বিতীয় গল্পগ্রন্থ ‘বালিকা ও চিল'। চৈতি হাওয়া তার প্রথম উপন্যাস।