মাহমুদ হোসেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ ও ইলেকটনিক কৌশল বিভাগের স্নাতক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) এমবিএ এবং কানাডার কনকর্ডিয়া ইউনিভার্সিটির মাস্টার্স ডিগ্রিধারী মাহমুদ হােসেন প্রকৌশলী হিসেবে কর্মজীবন শুরু করে তিন দশকেরও বেশি সময় ধরে টেলিযােগাযােগ ইন্ডাস্ট্রির দেশি-বিদেশি বেশ কয়েকটি প্রতিষ্ঠানে বিভিন্ন পেশায় কাজ করেছেন। আধুনিক বিজ্ঞান-প্রযুক্তির প্রতি কৌতুহল ও প্রাতিষ্ঠানিক পড়াশােনার পাশাপাশি সম্ভ্রান্ত ও ধর্মপ্রাণ পারিবারিক আবহে তাঁর মনে ইসলামের ইতিহাস ও ধর্মতত্ত্বের প্রতি গভীর অনুরাগ ও অনুসন্ধিৎসা জন্মে। এসব বিষয়ে তিনি ইংরেজি ও বাংলায় প্রচুর বইপত্র পড়েন; একান্ত নিজের প্রয়াসে শিখছেন আরবি ভাষা। এসবেরই অন্যতম সুফল অত্যন্ত পরিশ্রমসাধ্য এই গ্রন্থ। মাহমুদ হােসেন বর্তমানে বিভিন্ন প্রতিষ্ঠানের। পরামর্শক হিসেবে কাজ করার পাশাপাশি নানা। সামাজিক ও দাতব্য কর্মকাণ্ডে এবং লেখালেখিতে। নিয়ােজিত রয়েছেন।