এম. নজরুল ইসলামের জন্ম ১৯৫৯ সালে ঢাকায়। জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে এম এ। স্কুল জীবন থেকে বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন। ১৯৭৪-৭৫ সালে ঢাকা মহানগর ছাত্রলীগের সহ-সাধারণ সম্পাদক ছিলেন। ১৯৮০ সালে এম ই এস আর্মী, নেভী ও এয়ারফোর্সে কন্ট্রাক্টটরি ব্যবসার মাধ্যমে কর্মজীবন শুরু করেন। ১৯৮২ সালে ফরিদা ইয়াসমিনএর সাথে পরিণয় সূত্রে আবদ্ধ হন। বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্রজীবন থেকে শুরু করে এ পর্যন্ত তিনি অব্যাহতভাবে প্রগতিশীল কর্মকান্ডের সাথে নিজিকে সম্পৃক্ত রেখেছেন। তিনি ইউরাে-বাংলাদেশ ডেমােক্র্যাসি এ্যান্ড হিউম্যান রাইটস ওয়াচ-এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক। জাস্টিস ফর বাংলাদেশ জেনােসাইড ১৯৭১, অষ্ট্রিয়া’র আহ্বায়ক। এছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও প্রগতিশীল রাজনৈতিক সংগঠনের সঙ্গে জড়িত । তিনি বিভিন্ন মাসিক, সাপ্তাহিক ও দৈনিক সংবাদপত্রের রাজনৈতিক কলাম লেখক। ২০০৭ সালের ফেব্রুয়ারি মাসে দু'খন্ডে প্রকাশিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মারকগ্রন্থ (প্রথম ও দ্বিতীয়) এবং ২০০৯ সালের ফেব্রুয়ারি মাসে স্মারকগ্রন্থ তৃতীয় খন্ডের সম্পাদক ও প্রকাশক । ২০০৮ সালের ফেব্রুয়ারি মাসে প্রকাশিত স্বাধীনতা ও বঙ্গবন্ধুর বাংলাদেশ’-এর লেখক। তিনি ১৯৮৮ সালের জুন থেকে ১৯৯১ সালের ১১ ডিসেম্বর পর্যন্ত জার্মানীতে বসবাসের পর ১৯৯১ সালের ১২ ডিসেম্বর অষ্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় আসেন। সেই থেকে তিনি ভিয়েনাতে বসবাস করছেন। দুই পুত্র সন্তানের জনক তিনি একজন সফল ব্যবসায়ী।