এম নাঈম হোসেন নাগরিক ঢাকা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা। নাগরিক ঢাকা জনসচেতনতা বৃদ্ধি ও উন্নয়নমূলক নানা কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশের রাজধানীকে বিশ্বের একটি অগ্রণী নগরে উন্নীতকরণের প্রয়াসে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন। এ ছাড়াও তিনি বাংলাদেশ ফরেন এমপ্লয়মেন্ট কাউন্সিলের (বিফেক) প্রতিষ্ঠাতা সভাপতি। বিফেক বিশ্বব্যাপী পেশাজীবী এবং দক্ষ শ্রমিক নিয়োগ নিশ্চিতির মাধ্যমে বৈশ্বিক বাজারে বাংলাদেশের ভাবমূর্তি উন্নয়ন এবং রেমিট্যান্স বৃদ্ধির জন্য দেশে-বিদেশে কাজ করে থাকে। কর্মজীবনে জনাব এম নাঈম হোসেন বিভিন্ন বহুজাতিক প্রতিষ্ঠানের (অ্যাভেন্টিস, নোভার্টিস, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো এবং ইউএনডিপি) উচ্চপদে দীর্ঘদিন কাজ করেছেন। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচিতে কাজের সুবাদে তাঁর ব্যবস্থাপনা পোর্টফোলিওতে প্রধানমন্ত্রীর কার্যালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, বাংলাদেশ পুলিশ সদর দপ্তর এবং অনেক গুরুত্বপূর্ণ সরকারি মন্ত্রণালয়ের সাথে সরাসরি কাজের অভিজ্ঞতা যুক্ত হয়। বর্তমানে তিনি ইউনিটাস গ্রুপের চেয়ারম্যান। এ ছাড়া হোসেন বাংলাদেশ সাপ্লাই চেইন কাউন্সিলের প্রতিষ্ঠাতা সভাপতি এবং সাপ্লাই চেইন এশিয়ার সাবেক কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ। তিনি নর্থ-সাউথ ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের দীর্ঘতম সময়ের সভাপতি ছিলেন এবং বর্তমানে একই অ্যাসোসিয়েশনের গ্লোবাল অ্যাডভাইজরি বোর্ডের নেতৃত্ব দিচ্ছেন। তিনি এনএসইউ এমবিএ ক্লাবেরও প্রতিষ্ঠাতা সভাপতি। ব্যক্তিগত জীবনে নাঈম হোসেন দুই পুত্রসন্তানের জনক, তাঁর স্ত্রী মারজিয়া হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর ডিগ্রিধারী ও সুগৃহিণী। তাঁর পিতা সিএসএস কর্মকর্তা মোর্শেদ হোসেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাক্তন সচিব এবং মাতা হাসিনা হোসেন একজন সফল ব্যবসায়ী।