লাবীবা আল-হিয়ান ক্ষুদে কবি লাবীবা আল-হিয়ান, ছোট্টবেলায় ছন্দের খেলা খেলতে খেলতে যার লেখালেখির জগতে প্রবেশ ।সদ্যকৈশোরে পা রেখেছে সে।অথচ সমাজ সচেতনতা, সমসাময়িক ঘটনাবলী ও জীবনবোধ সম্পর্কে এরই ভেতর পরিপক্ব হয়ে উঠেছে সে।যে বয়সে সমবয়সীদের সাথে পুতুল খেলে আর পড়ালেখা করে সময় কাটানোর কথা,সে বয়সে সে হাতে তুলে নিয়েছে কলম,লিখে যাচ্ছে ছড়া-কবিতা ।শুধু লেখালেখির ভেতর তার প্রতিভা সীমাবদ্ধ নয়, সে ভালো ছবিও আঁকে,গান করে ।আর সবচেয়ে সুখের কথা, সে লেখাপড়ায়ও প্রতিভার পরিচয় দিয়ে যাচ্ছে প্রতিনিয়ত ।সে বর্তমানে ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের ১০ম শ্রেণির শিক্ষার্থী ।পড়াশোনা আর লেখালেখি-গান-ছবি আঁকা প্রভৃতি টুকিটাকি শখের কাজ-এ নিয়েই তার পথচলা।