Loading...
কেনজাবুরো ওয়ে
লেখকের জীবনী
কেনজাবুরো ওয়ে (Kenzaburo Oe)

কেনবুরাে ওয়ের জন্ম ১৯৩৫ সালে জাপানের এক বনঘেরা প্রত্যন্ত গ্রামে। যুবা বয়সে তিনি পাড়ি জমান টোকিওতে, টোকিও বিশ্ববিদ্যালয়ে ফরাসী সাহিত্য নিয়ে পড়াশােনা করেন । ছােটবেলায় পরিবারে মহিলা সদস্যদের মুখে গ্রামের নানান কিংবদন্তী আর ইতিহাসের বিবরণ শুনে অভ্যস্ত হয়ে লেখালেখি শুরু করেন ১৯৫৭ সালে। কেনবুরাে ওয়ের পুত্রসন্তান হিকারির জন্য তার ব্যক্তি ও সাহিত্যিক জীবনে সঙ্কট ঘনিয়ে তােলে। এই সঙ্কট কাটিয়ে ওঠা আর ছেলেকে মেনে নেয়ার যন্ত্রণাবিদ্ধ অভিজ্ঞতা অতুলনীয় দরদে ফুটিয়ে তুলেছেন তিনি আ পারসােনাল ম্যাটার (একান্ত বিষয়) উপন্যাসে। তার প্রথম উপন্যাসিকা দ্য ক্যাচ (শিকার) জাপানের সম্মানজনক সাহিত্য পুরস্কার আকুতাগাওয়া প্রাইজ লাভ করে। জাপানী ইতিহাস ও কিংবদন্তীকে সমসাময়িক ইতিহাসের আলােকে উপস্থাপনে সিদ্ধহস্ত হয়ে গণতন্ত্র ও মানবতাবাদের একনিষ্ঠ অনুরাগী কেনবুরাে ওয়ে ১৯৯৪ সালে সাহিত্যে নােবেল পুরস্কার লাভ করেন।