Loading...
কাজী মোহাম্মদ শাহজাহান
লেখকের জীবনী
কাজী মোহাম্মদ শাহজাহান (Kazi Mohammed Shahjahan)

বাবা : কাজী মাহমুদুল হক, মা : করিমুন্নেছা চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নের কাজী বাড়িতে জন্ম ২৪ মে ১৯৭৭। ছাত্রাবস্থায় লেখালেখির জন্য অনেক পরিচিতি, সমসাময়িক সাহিত্য পত্রিকায় ছড়া/কবিতা নিয়মিত প্রকাশিত হয়। পেশায় মূলতঃ মধ্যপ্রাচ্যে জুয়েলারি এবং দেশে হাউজিং ব্যবসায়ী। ব্যবসার মত সদা ব্যস্ত পেশা নিয়েই সমানে রচনা করে যাচ্ছেন ছড়া/কবিতা। নিজ এলাকায় তরুণ সমাজসেবক হিসেবে ব্যাপক জনপ্রিয় এবং নিজের অধ্যয়নের উচ্চ বিদ্যালয় এবং এলাকার বালিকা উচ্চ বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য।