কাজী জাওয়াদ জন্ম বরিশালে। পড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগে। ইংরেজি সাপ্তাহিক হলিডে ও সাপ্তাহিক বিচিত্রায় কাজ করছেন। পরে বিলেতে বিবিসি বাংলায় যোগ দেন। বতর্মানে সেখানে অবসরযাপন ও লেখালেখি করছেন। প্রথমা প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে তাঁর অনূদিত কাজুও ইশিগুরোর উপন্যাস বিনোদনের এক শিল্পী এবং লিও তলস্তয়ের হাজি মুরাদ।