Loading...
ক্যাথরিন মাসুদ
লেখকের জীবনী
ক্যাথরিন মাসুদ (Kathrin Masud)

ক্যাথরিন মাসুদ (পুরো নাম: মাসুদ ক্যাথরিন মাসুদ, Masud Catherine Masud), বাংলাদেশের এক স্বনামধন্য চলচ্চিত্র নির্মাতা। তাঁর পূর্বের নাম ক্যাথরিন শেপিয়ার (Catherine Lucretia Shapere)। ক্যাথরিনের জন্ম ২৭ মে, ১৯৬৩ খ্রিষ্টাব্দে আমেরিকার শিকাগোতে। বাংলাদেশের খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদের স্ত্রী তিনি। ব্রাউন বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়নে বিএ-স্নাতক হন কৃতিত্বের সঙ্গে। সেখানে তাঁর গবেষণা অভিসন্দর্ভের বিষয় ছিল 'গুয়াতেমালায় মানবাধিকারের জন্য আদিবাসী জনগোষ্ঠীর সংগ্রাম'। ভারমন্ট কলেজ অফ ফাইন আর্টস থেকে চলচ্চিত্রে এমএফএ (মাস্টার্স অফ ফাইন আর্টস) সম্পন্ন করেন। সেখানে তাঁর অভিসন্দর্ভের প্রকল্প ছিল তাঁর নিকটাত্মীয়কে নিয়ে করা একটি প্রামাণ্যচিত্র। এছাড়া ফ্রান্সের ইউনিভার্সিতি দ্যু লঁ থেকে স্টাডি অ্যাব্রড প্রোগ্রাম সম্পন্ন করেন যাতে মূলত কেন্দ্র করা হয়েছিল ইতিহাস ও তুলনামূলক সাহিত্য।