Loading...
জয়ন্ত কুমার রায়
লেখকের জীবনী
জয়ন্ত কুমার রায় (Joyanto Kumar Roy)

জয়ন্ত কুমার রায় (জন্ম : ডিসেম্বর, ১৯৩৪)। বর্তমানে ভারতের কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে অনারারী প্রফেসর। এছাড়া তিনি সাউথ এশিয়া রিসার্চ সােসাইটির অবৈতনিক পরিচালক। মওলানা আবুল কালাম আজাদ ইন্সটিটিউট অব সাউথ এশিয়ান স্টাডিজের নির্বাহী পর্ষদের সভাপতি। দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়ার অনেকগুলি দেশ -যেমন ভারত, পাকিস্তান, বাংলাদেশ, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া সম্পর্কে বিশিষ্ট গবেষণা গ্রন্থ সমূহের রচয়িতা। তাঁর গবেষণার পরিচিতি বিশাল। গ্রাম উন্নয়ন, জন প্রশাসন, রাষ্ট্রীয় নিরাপত্তার সংরক্ষণ, পররাষ্ট্র নীতি, সমাজবাদী দেশে আর্থিক সংস্কার উপনিবেশদের প্রস্থানের পর সিভিল সমাজের উত্থান পতন-সর্বক্ষেত্রেই তার অবাধ বিচরণ। বাংলাদেশ গ্রামীণ ব্যাংক সম্পর্কে প্রথম গবেষণা গ্র ন্থর রচয়িতা জয়ন্তকুমার রায় পশ্চিমবঙ্গে বাংলাদেশের গ্রামীণ ব্যাংক পদ্ধতির একমাত্র ও সফল রূপকার। তাঁর উল্লেখযােগ্য কয়েকটি বইয়ের নাম হলােঅ্যাডমিনিসট্রেটরস ইন এ মিক্সড পলিটি, টু চেজ এ মিরাকল, সিভিল সােসাইটি ইন বাংলাদেশ (মুনতাসীর মামুনের সঙ্গে), প্রশাসনের অন্দরমহল: বাংলাদেশ (মুনতাসীর মামুনের সঙ্গে। এই গ্রন্থটি ডেমােক্রেসি অ্যান্ড ন্যাশনালিজম অন ট্রায়াল’: এ স্টাডি অব ইস্ট পাকিস্তান নামে প্রথম প্রকাশিত হয়। বর্তমান গ্রন্থটি এর বাংলা অনুবাদ।