লেখক পরিচিতি জনি হোসেন কাব্য। ৫ম শ্রেণিতেই লেখালিখির হাতেখড়ি। পরে জাতীয় দৈনিক ইত্তেফাক, কালের কণ্ঠ, নয়া দিগন্ত, বাংলাদেশ সময়, পূর্বদেশ, সোনার দেশ, ভোরের কাগজসহ স্থানীয় দৈনিক, সাপ্তাহিক, মাসিক, পাক্ষিক, ষান্মাসিক ও বার্ষিক পত্রপত্রিকায় লেখালিখি করেন। সম্পাদনা করছেন শিশুকিশোর ম্যাগাজিন 'ভোঁদৌড়'। ছড়া, গল্প, প্রবন্ধসহ বিবিধ বিষয়ে তার প্রকাশিত বইয়ের সংখ্যা ২১। (পুরস্কার ও সম্মাননা ‘কথাসাহিত্যকেন্দ্র গল্পলেখা প্রতিযোগিতা—২০১২’ এর অন্যতম সেরা লেখক’ ‘দাঁড়িকমা লেখালিখির স্মৃতি পুরস্কার—২০১৬’ এর অন্যতম সেরা লেখক’ ‘পিঠা প্রতিযোগ—২০১৮’ এর সেরা লেখক’ ‘শিশুসাহিত্যে ‘অক্ষরবৃত্ত পাণ্ডুলিপি পুরস্কার—২০১৯’ ‘গল্প-বিভাগে ‘পাপড়ি-করামত আলী তরুণ শিশুসাহিত্য পুরস্কার—২০২০’ ‘ছড়া-বিভাগে ‘প্রিয় বাংলা পাণ্ডুলিপি পুরস্কার—২০২০’ ‘তৃতীয় লক্ষ্মীতারুণ্য সম্মাননা—২০২০’)