জোনায়েত হোসেন জিদান ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা নালিতাবাড়ী উপজেলার সন্তান। যখন তিনি বইটি লিখেছেন তখন তিনি একজন শিক্ষার্থী। যিনি অনার্স ৩য় বর্ষে রসায়ন বিভাগ এ নেত্রকোণা সকরারি কলেজ এ অধ্যয়নরত আছেন। তিনি পড়ালেখার পাশাপাশি পেশায় একজন দক্ষ ফ্রিল্যান্সার এবং উদ্যোক্তা। নিজের প্যাশনকে প্রফেশনে রূপান্তর করতে এবং স্বাধীনভাবে ক্যারিয়ার বিল্ড আপ করার উদ্দেশ্যে তিনি আর দশটা মানুষের মতো চাকরি না করে ফ্রিল্যান্সিং সেক্টরে কাজ করা শুরু করেছিলেন। যখন তিনি ক্লাস-৮ এ পড়েন তখন থেকেই মূলত অনলাইন সেক্টর নিয়ে কাজ শুরু করেন এবং তখন থেকে ফ্রিল্যান্সিং বিষয়ে শিখা শুরু করেন। পরে যখন ২০১৮ সালে HSC পরীক্ষা শেষ করেন তখন থেকে তিনি পরিপূর্ণ ভাবে ফ্রিল্যান্সিং পেশার সাথে জড়িত হয়, যেখানে তিনি একজন ডিজিটাল মার্কেটার এবং কনটেন্ট ক্রিয়েটর হিসাবে কাজ করছেন। এখন পর্যন্ত প্রায় ৪০০+ ক্লায়েন্ট এবং ৫৫+ কোম্পানির সাথে সফল ভাবে কাজ সম্পূর্ণ করেছেন। এই পেশার পাশাপাশি তিনি প্রিন্ট অন ডিমান্ড নামক ব্যবসার সাথে কাজ করছেন প্রায় ৫ বছরের বেশি সময় ধরে। সেখানে তিনি ই-কমার্স মডেল এর ব্যবসা পরিচালনা করেন। আর তারই ধারাবাহিকতায় আজকের এই বই লেখা, যেখানে তিনি তার নিজের অভিজ্ঞতা, রিসার্চকৃত তথ্যের আলোকে বইটি লিখেছেন। তিনি মনে করেন, গতানুগতিক ধারার বাহিরে গিয়েও ক্যারিয়ার গড়া যায়। যার ফলস্বরূপ তিনি এই ক্যারিয়ার বেঁছে নিয়েছেন। তিনি মনে করেন চাইলে সবাই দেশের ধারাবাহিক নিয়মের বাহিরে গিয়েও তাদের ক্যারিয়ার গড়তে পারে অনলাইন সেক্টরের মাধ্যমে। আর সেই জন্য তিনি আস্তে আস্তে জনগণের জন্য কাজ করা শুরু করেছেন। যাতে করে যারা নতুন এই সেক্টরে আসবে তারা জেনো সঠিক তথ্য পায়।