জোবায়ের রুবেল মানুষকে সুখী মানুষ হতে উৎসাহিত করা, শিক্ষাদান করা এবং একটি সুখী মানুষের কমিউনিটি গড়ে তোলাই জোবায়ের এর জীবনের উদ্দেশ্য। পেশায় জোবায়ের রুবেল একজন হ্যাপি উদ্যোক্তা, হ্যাপিনেস স্পিকার ও লেখক। তিনি বিশ্বাস করেন, টেনশন, স্ট্রেস, ভয় এই সব মানুষের পজিটিভ শক্তিগুলো নষ্ট করে দেয় এবং সাফল্যের পথে বাধা সৃষ্ট করে। অন্যদিকে ক্ষমা, ভালোবাসা পজিটিভ শক্তিগুলোকে বৃদ্ধি করে; নিয়ে যায় সাফল্যের দিকে। জীবনের এই যাত্রাটা আনন্দময় করে তোলেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ; সাফল্যটা নয়। তিনি ‘সুখের স্কুল’ এর প্রতিষ্ঠাতা। এ প্রতিষ্ঠানটি Mental Well-being নিয়ে কাজ করে। এর মাধ্যমে ২০১৯ সাল থেকে ‘সুখী মানুষ চাই’ স্লোগানে একটি হ্যাপি কমিউনিটির যাত্রা শুরু হয়। তিনি ‘এক্সট্রা পিআর’ এবং ‘এক্সট্রা ডিজিটালের’ সহ-প্রতিষ্ঠাতা। ১ যুগ ধরে এ প্রতিষ্ঠান Business Well-being নিয়ে কাজ করছে। 'We believe in friendship' এই স্লোগানে একটি হ্যাপি বিজনেস কমিউনিটি গড়ে তুলছেন। তিনি শিক্ষার্থীদের জন্য ‘আনলক ইয়োর ইনার মিলিয়নিয়ার’ এবং সব বয়সীদের জন্য ‘প্রোডাক্টিভ হ্যাপিনেস ইউথ ইসলাম’ নামের দুইটি বেস্ট সেলিং আত্মউন্নয়নমূলক বইয়ের লেখক। ‘হ্যাপিনেস ইঞ্জিনিয়ারিং বাই কোরআন’ নামে তার তৃতীয় আত্মউন্নয়নমূলক বইটি খুব শীঘ্রই বাজারে আসছে।