ঝর্না চৌধুরী। জন্ম ১৯৬৯ সালের ৩ জানুয়ারি । ময়মনসিংহ আনন্দ মােহন বিশ্ববিদ্যালয় কলেজ থেকে ইতিহাসে স্নাতকোত্তর করে বর্তমানে লেখালেখিতে ব্যস্ত । লিখছেন শৈশব থেকেই। কবিতা, ছােটগল্প, উপন্যাস সবক্ষেত্রেই তার সমান পদচারণা। তার লেখা উপন্যাস ‘স্বপ্ন’, ‘অজান্তে’ ও ‘মাধবী পাঠক মহলে বেশ সাড়া জাগিয়েছে। তার ইচ্ছা বাংলাদেশের অবহেলিত নারীদের নিয়ে কিছু লেখা। তিনি তার লেখায় এদেশের নারীদের শিক্ষার উপর গুরুতুরােপ করেছেন।