আরভিং স্টোন। জন্ম ১৯০৩ সালের ১৪ জুলাই, যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে। প্রথম জীবনে নাটক ও ছােটগল্প লিখেছেন। কিন্তু তাঁকে খ্যাতি এনে দেয় তাঁর লেখা বিশ্বের খ্যাতনামা ব্যক্তিদের জীবননির্ভর উপন্যাস। বিশ্বখ্যাত চিত্রশিল্পী ভ্যান গােঘকে নিয়ে লেখা উপন্যাস লাস্ট ফর লাইফতাঁকে প্রথম খ্যাতির চূড়ায় পৌছে দেয়। বইটি অনূদিত হয়েছে বিশ্বের বেশির ভাগ ভাষায় । বাংলা ভাষায় বইটি প্রথম অনুবাদ করেন বিখ্যাত কথাশিল্পী অদ্বৈত মল্লবর্মণ । আরভিং স্টোন বিশ্ববিখ্যাত আর যাঁদের জীবন নিয়ে উপন্যাস লিখেছেন, তাঁরা হলেন আব্রাহাম লিংকন, মাইকেলেঞ্জেলাে, সিগমুন্ড ফ্রয়েড, চার্লস ডারউইন প্রমুখ । মৃত্যু ২৬ আগস্ট, ১৯৮৯।