হাসনাত আবদুল হাই জন্ম ১৯৩৭ সালের মে মাসে। দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিষয়ে উচ্চশিক্ষা লাভের পর ১৯৬৪-৬৫ সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন। পরে সরকারি চাকরিতে যোগদান এবং ২০০০ সালে সচিব পদ থেকে অবসর গ্রহণ। লেখালেখির শুরু ছাত্রজীবন থেকে। লিখেছেন ছোটগল্প, উপন্যাস, ভ্রমণকাহিনি, শিল্পসমালোচনা, নন্দনতত্ত্ব এবং অর্থনীতি বিষয়ে বই। তাঁর অনুবাদে সম্প্রতি প্রকাশিত হয়েছে হাজার বছরের বাংলা কবিতা সংকলন গ্রন্থ। কথাসাহিত্যের জন্য পেয়েছেন বাংলা একাডেমি পুরস্কার (১৯৭৮) এবং সাহিত্যে অবদানের জন্য একুশে পদক (১৯৯৫)।