Loading...
হাসান মোস্তাফিজুর রহমান
লেখকের জীবনী
হাসান মোস্তাফিজুর রহমান (Hasan Mostafizur Rahman)

ঢাকায় জন্মগ্রহণ আর বড়ো হওয়া এই কথাসাহিত্যিক পড়াশোনা করেছেন ইংরেজি ভাষা ও সাহিত্যে। হাতেখড়ি সেবা প্রকাশনীতে লেখার মাধ্যমে। উপন্যাস, গল্পগ্রন্থ, রম্যসংকলন মিলিয়ে গ্রন্থসংখ্যা আটাশ। মাহি নামের ভীষণ মজার ও রহস্যময় এক চরিত্র নিয়ে লেখক কাজ করেছেন ছ’টি উপন্যাসে- যা অভাবনীয় সাড়া ফেলেছে পাঠকসমাজে। শুধু বাংলাতেই নয়, ইদানীং ইংরেজিতেও গল্প লিখছেন হাসান মোস্তাফিজুর রহমান। দেশের দীর্ষস্থানীয় প্রায় সব ইংরেজি দৈনিকেই ছাপা হয়েছে তার গল্প। ভবিষ্যতে আরো বড় পরিসর ও পরিমণ্ডলে ইংরেজিতে লেখালেখি করার জন্য তৈরি করছেন নিজেকে। লেখকের কর্মজীবনের শুরু সাংবাদিকতা দিয়ে। বর্তমানে জাতীয় একটি দৈনিকে সাহিত্য সম্পাদক হিসেবে কর্মরত। সুন্দর সুন্দর জায়গায় ঘুরে বেড়াতে ভালোবাসেন তিনি। অবসরে ডুবে থাকনে টিভি চ্যানেলের প্রামাণ্যচিত্রে, অ্যাকশন মুভিতে, দেশি-বিদেশি গল্প-উপন্যাসে।