Loading...
হ্যারল্ড পিন্টার
লেখকের জীবনী
হ্যারল্ড পিন্টার (Harold Pinter)

Harold Pinter, (১৯৩০-২০০৮) একাধারে নাট্যকার, চিত্রনাট্যকার, নাট্যনির্দেশক, অভিনেতা ও কবি। পূর্ব লন্ডনের হ্যাকনিতে জন্ম। সেন্ট্রাল স্কুল অব স্পিচ অ্যান্ড ড্রামায় শিক্ষালাভ করেন। ইংলিশ রেপার্টরিতে অভিনয় করেছেন দীর্ঘদিন। কবিতা, চিত্রনাট্যের জন্য পেয়েছেন সম্মাননা পুরস্কার। ২০০৫ সালে পেয়েছেন সাহিত্যে নোবেল পুরস্কার এবং ২০০৭ সালে ফরাসি সর্বোচ্চ সম্মাননা ‘লিজন দ্য অনার।