Loading...
হামমাদ রাগিব
লেখকের জীবনী
হামমাদ রাগিব (Hammad Ragib)

হামমাদ রাগিবের জন্ম ১৯৯৪ খ্রিষ্টাব্দে, মৌলভীবাজারের রাজনগর উপজেলাধীন মৌলভীচক গ্রামে। কওমি মাদরাসায় পড়াশোনা, ঢাকার জামেয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদ থেকে দাওরায়ে হাদিস সম্পন্ন করেছেন, কুরআনের হাফেজও। পেশাগত জীবনে লেখালেখি, সম্পাদনা ও গবেষণার কাজে জড়িত। একাধিক মাসিক পত্রিকা সম্পাদনা করেন। ইসলামউপজীব্য বিভিন্ন বিষয়ে সম্পাদিত বইয়ের সংখ্যা বিশের অধিক। খণ্ডকালীন শিক্ষকও। ইসলামের ইতিহাস ও কুরআনের তাফসির তাঁর পাঠ, পাঠদান ও আগ্রহের বিষয়।