হামমাদ রাগিবের জন্ম ১৯৯৪ খ্রিষ্টাব্দে, মৌলভীবাজারের রাজনগর উপজেলাধীন মৌলভীচক গ্রামে। কওমি মাদরাসায় পড়াশোনা, ঢাকার জামেয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদ থেকে দাওরায়ে হাদিস সম্পন্ন করেছেন, কুরআনের হাফেজও। পেশাগত জীবনে লেখালেখি, সম্পাদনা ও গবেষণার কাজে জড়িত। একাধিক মাসিক পত্রিকা সম্পাদনা করেন। ইসলামউপজীব্য বিভিন্ন বিষয়ে সম্পাদিত বইয়ের সংখ্যা বিশের অধিক। খণ্ডকালীন শিক্ষকও। ইসলামের ইতিহাস ও কুরআনের তাফসির তাঁর পাঠ, পাঠদান ও আগ্রহের বিষয়।