Loading...
হামিদুল হোসেন তারেক বীরবিক্রম
লেখকের জীবনী
হামিদুল হোসেন তারেক বীরবিক্রম (Hamidul Hossain Tarek Birbikkrom)

জন্ম বগুড়া জেলার রজাকপুর গ্রামে। ১৯৭১এ ছাত্রাবস্থায় তিনি ৭নং সেক্টরের অধীনে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। একজন অকুতােভয় অসীম সাহসী যােদ্ধা হিসেবে বীরত্বের স্বীকৃতিস্বরূপ তিনি ‘বীরবিক্রম’ উপাধিতে ভূষিত হন বগুড়া জেলায় তিনিই একমাত্র ‘বীরবিক্রম' পদকে ভূষিত মুক্তিযােদ্ধা। ১৯৭৪-এ বাংলাদেসেনাবাহিনীতে যােগদান করেন এবং ১৯৮৯-এ অকালীন বাধ্যতামূলক অবসরগ্রহণ করেন। বর্তমানে পদ্মা অয়েল লিমিটেড-এ কর্মরত। জাতীয় পর্যায়ে বিভিন্ন দৈনিক, সাপ্তাহিক পত্রিকায় নিয়মিত লিখে যাচ্ছেন। তার লেখা জলছবি ৭১; একাত্তরের কিশাের মুক্তিযােদ্ধা; কোথায় হারিয়ে গেল তারা; রক্তের সমুদ্রে হাল ধরেছিল যারা এবং বাবা যখন পুলিশ ছিলেন। পাঠক সমাজে খুবই জনপ্রিয়তা পেয়েছে।