Loading...
হাবিব রহমান
লেখকের জীবনী
হাবিব রহমান (Habib Rahman)

হাবিব রহমান, জন্ম ০২ মার্চ, রাজশাহী জেলায়। লেখাপড়া: ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে। পেশায় সিভিল সার্ভেন্ট। অস্থির সময়ে প্রেম ও জীবনবোধের প্রতি গভীরভাবে অভিনিবিষ্ট কবি হাবিব রহমান। জীবনযাপনে স্বল্পভাষী ও নিভৃতচারী মানুষ হলেও কবির দৃষ্টি ও অনুভূতির কাছে যাপনের গোলকধাঁধাঁ কোনভাবেই উপেক্ষিত নয়। বরং তার এই নিভৃতচারিতার কাছে আরো সুগভীর ব্যঞ্জনা নিয়ে ধরা দেয় মানুষের সম্পর্ক, সম্পর্কের খেয়ালীপনা ও জটিল হিসেবনিকেশ, মুখোশের প্রতি মানুষের আনুগত্য, প্রেম, প্রেমের জন্য মানুষের মিহি দানার আর্তনাদ, বিরহ ও প্রায়শই বিরহজনিত অপ্রনিধানযোগ্য সূক্ষ্ম বিলাপ, জীবনের ভাঁজে ভাঁজে লেপ্টে থাকা আশ্চর্য কণা আর মানবজীবনের নানা ভঙ্গির চতুরতা। মানবজীবনের জটিল প্রাত্যহিকতার প্রতি অভিনিবিষ্ট কবি তার কবিতায় ছেঁকে আনেন উত্তরাধুনিকতা ও অতি উত্তর আধুনিকতার নিখুঁত নান্দনিক বোধ। মহাকালের গর্ভে মানুষের চিরন্তন অতি তুচ্ছ বিকাশ অথচ এই তুচ্ছতা ঠেলে মানুষের সংগ্রামী হেঁটে চলা, হেঁটে হেঁটে নিরন্তর ক্ষয় হয়ে যাওয়া আর প্রেম নামক এক মহাপ্রহেলিকার কাছে মাথা নত করার চিরায়ত খেলা কবির ভাবনার কেন্দ্রে অধিষ্ঠিত।

হাবিব রহমান এর বইসমূহ