জন্ম : ৯ই মে ১৯৪৮, হবিগঞ্জ। বাবা স্বর্গীয় প্রিয়নাথ দেব রায় হবিগঞ্জ দেওয়ানী আদালতের প্রাক্তন আইনজীবি এবং মা স্বর্গীয়া সুবর্ণ দেব রায়। আউলিয়াবাদ সরকারী প্রাইমারী স্কুল, হবিগঞ্জ মডেল টাউন পাঠশালা, আউলিয়াবাদ রামকেশব জুনিয়র হাই স্কুল (বর্তমানে হাই স্কুল), হবিগঞ্জ সরকারী হাই স্কুল, সিলেট মুরারী চাঁদ কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং দিল্লী আই আই টিতে পড়াশােনা; গণিতে স্নাতক এবং ফলিত গণিতে এম এসসি এবং পি এইচ ডি। ১৯৭৩ সনে ঢাকা কলেজে প্রভাষক হিসাবে যােগ দান। ১৯৮১-১৯৮৪ পি এইচ ডি প্রগ্রামে দিল্লী আই আই টিতে ছিলেন। ১৯৮৪ থেকে ১৯৯১ পর্যন্ত রাজশাহী কলেজে শিক্ষকতা করেন। ১৯৯২ সনে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যােগ দেন। ১৯৯৬ সনে যুক্তরাজ্যের রিডিং বিশ্ববিদ্যালয়ের সেন্টর ফর গ্লোবেল এ্যটমােসফিয়ারিক মডেলিং এ তিনি কমনওয়েলথ রিসার্চ ফেলাে হিসাবে কাজ করেন। বর্তমানে তিনি লিয়েনে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে কর্মরত আছেন। সম্প্রতি এক বছরের জন্য তিনি ইউনিভার্সিটি সায়েন্স মালয়েশিয়াতে ভিজিটিং প্রফেসর হিসাবে যােগ দিয়েছেন। তাঁর স্ত্রী স্বাতী দেব রায়, ছেলে রাতুল বাঙ্গালাের বিশ্ববিদ্যালয়ে স্নাতকপূর্ব পর্যায়ের ছাত্র এবং মেয়ে অমৃতা মাধ্যমিক পর্যায়ের ছাত্রী।