Loading...
ফ্রাঞ্জ ফানো
লেখকের জীবনী
ফ্রাঞ্জ ফানো (Frang Fano)

ফ্রাঞ্জ ফানো ফ্রাঞ্জ ফানাে ১৯২৫ সালে মার্টিনিক-এ জন্মগ্রহণ করেন। ফ্রান্সে চিকিৎসাবিদ্যায় শিক্ষা গ্রহণের পর তিনি মনােরােগ-বিদ্যায় বিশেষজ্ঞতা অর্জন করেন। সাতাশ বছর বয়সে তিনি তার প্রথম বই প্রকাশ করেন। ফরাসিদের বিরুদ্ধে অভ্যুত্থানের সময় তাঁকে একটি হাসপাতালের দায়িত্ব অর্পণ করা হয়। তাঁর সেখানকার অভিজ্ঞতা এবং পর্যবেক্ষণ তাকে ‘বিদ্রোহীদের সহমর্মী করে তােলে এবং তিনি তাঁদের একজন সােচ্চার মুখপাত্র হয়ে ওঠেন। ঐ সময়ই বক্ষ্যমাণ বইটি এবং L'An V de la Revolution Algerienne (ET560 A Dying Colonialism) নামক আরেকটি বই লিখেন তিনি। স্বাধীন আলজেরিয়াতে শান্তির প্রতিষ্ঠা ফাননা দেখেনি। ১৯৬১ সালে আবিষ্কৃত হয় যে, তিনি ‘লিউকেমিয়ায় আক্রান্ত হয়ে পড়েছেন। কাজের প্রতি গভীর নিষ্ঠার জন্য তিনি অবসর নেননি; কিন্তু দেখা গেল বড্ড দেরি হয়ে গেছে। ১৯৬১ সালের শেষের দিকে তাঁকে ওয়াশিংটন নিয়ে যাওয়া হয় এবং সেই বছরই ডিসেম্বর মাসে ছত্রিশ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুর পর তাঁর সমস্ত তাত্ত্বিক লেখা ফ্রাঞ্জ ফানাের বিপ্লবী চিন্তা’ নামক একটি বইতে সন্নিবেশিত করা হয়।

ফ্রাঞ্জ ফানো এর বইসমূহ