Loading...
ফয়সাল আহমেদ নিলয়
লেখকের জীবনী
ফয়সাল আহমেদ নিলয় (Foysal Ahmed Niloy)

ফয়সাল আহমদে নিলয় ১৯৯৬ সালের ০৫ জুলাই পটুয়াখালী জেলার গলাচিপা থানার অন্তর্গত ছোটশিবা গ্রামে একটি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা নুরুল হক মৃধা, মাতা : বেগম জিন্নাতুন নেছা। চার ভাই ও দুই বোনের মধ্যে তিনি পঞ্চম। এতদূর পর্যন্ত আসার পেছনে সবচেয়ে বড় অবদান রয়েছে তার মায়ের। লেখালেখির হাতেখড়ি ২০০৯ সালে, তথা মাধ্যমিকে পড়া অবস্থায়। ২০১২ সালে চরকাজল মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি সম্পন্ন করেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে সরকারি বাঙলা কলেজ, মিরপুর থেকে স্নাতকত্তোর শেষ করেন। কৈশোরকাল থেকেই লেখালেখির বিশেষ টান ছিল। তিনি প্রকৃতিকে খুব ভালোবাসেন, যা তার লেখার মাঝেই স্পষ্ট বোঝা যায়। বিভিন্ন ম্যাগাজিন, সাপ্তাহিক, মাসিক ও বিভিন্ন অনলাইন পত্রিকায় তার কবিতা প্রকাশিত হয়েছে। যৌথ কাব্যসংকলন- 'কবি’, ‘দুখের আঁধার রাত্রি', ‘সমকালের দুই বাংলার কবিতা’, ‘ভোরের পাখি', ‘বঙ্গবন্ধু ও স্বাধীনতা’, ‘প্রেয়সী’, ‘বাংলা মায়ের কাব্য’, ‘হৃদয়ের রক্তক্ষরণ (৩)', ও 'শ্রেষ্ঠ বিকেলের কবিতা’ গ্রন্থে তার কবিতা প্রকাশিত হয়েছে। ‘মনের আঙিনায়’ তার প্রকাশিত প্রথম একক গ্রন্থ।

ফয়সাল আহমেদ নিলয় এর বইসমূহ