Loading...
ফেরদৌসী পারভিন
লেখকের জীবনী
ফেরদৌসী পারভিন (Ferdawsi Pervin)

তুলা রাশির জাতক ফেরদৌসী পারভিনের জন্ম শরৎ ও হেমন্তের সন্ধিক্ষণে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলাভাষা ও সাহিত্যে মাস্টার্স করেছেন ।সরকারি কলেজে শিক্ষাকতা দিয়ে পেশাগত জীবন শুরু। দেশে ও বিদেশে শিক্ষা সম্পর্কিত প্রশিক্ষণ নিয়েছেন। নামের আগে অধ্যাপক যুক্ত হয়েছে অনেক আগেই। ছাত্রছাত্রীরা তার জীবনের অর্ধেক সময় জড়িয়ে আছে। অধ্যাপনার পাশাপাশি এক যুগের বেশি বাংলাদেশ বেতারে নিয়মিত সংবাদ পাঠ করছেন। উপস্থাপনার সঙ্গে যুক্ত ছিলেন। বর্তমানে প্রশাসনিক দায়িত্ব পালন করায় ভালোবাসার জায়গাটি থেকে দূরে। সুযোগ পেলেই দেশ ও দেশের বাইরে ঘুরে বেড়ানো শখের মধ্যে অন্যতম। বৃক্ষপ্রেম তার প্রধান দুর্বলতা। জীবন কাটাতে চান সবুজের মধ্যে। আবৃত্তি করেন। মন খারাপে আশ্রয় নেন রবীন্দ্রনাথের কাছে। অক্ষর দিয়ে ছবি আঁকার পাশাপাশি সুচ সুতোয় ছবি আঁকতে ভালোবাসেন। কন্যাসন্তানের জননী গ্রন্থকার নারী হয়ে জন্ম নেয়ায় গর্বিত। লজ্জিত হন নারীর লাঞ্চনায়। বিশ্বাস করেন পরিশ্রমের বিকল্প নাই । ‘কাজ করে যাও সাফল্যে আসবেই’ – এটিই তার জীবনের মূলমন্ত্র। পাহাড়, সমুদ্র তাকে প্রতিনিয়ত হাতছানি দেয়। জীবনের মূলধন ভালোবাসাকে সঙ্গে করে সামনে এগিয়ে যেতে চান। চলতি পথে মনে দাগ কেটে যাওয়া ঘটনা তার লেখার মূল উপাদান। লেখালেখি করলেও এটিই তার প্রকাশিত প্রথম গল্পগ্রন্থ।