Loading...
ড. তপন বাগচী
লেখকের জীবনী
ড. তপন বাগচী (Dr. Topon Bagchi)

তপন বাগচী নব্বই দশকের শীর্ষস্থানীয় কবি, প্রাবন্ধিক ও শিশুসাহিত্যিক। জন্ম: ২৩ অক্টোবর ১৯৬৮; কদমবাড়ি (মাতুলালয়), মাদারীপুর; পিতা তুষ্টচরণ বাগচী; মাতা জ্যোতির্ময়ী বাগচী। শিক্ষা: গণযােগাযােগ ও সাংবাদিকতায় এমএ, পিএইচডি । কর্ম: উপপরিচালক, বাংলা একাডেমি, ঢাকা। গ্রন্থ:: কবিতা: নির্বাচিত ১০০ কবিতা, সকল নদীর নাম গঙ্গা ছিল, অন্তহীন ক্ষতের গভীরে, শুশানেই শুনি শঙ্খধ্বনি, কেতকীর প্রতি পক্ষপাত; ছড়া: ছন্দোবদ্ধ ভাবের পদ্য, সকালবেলা স্মৃতির ভেলা, সমকালে তমকালে, খাচ্ছে দুটি লুটোপুটি, মঙ্গা আসে ঘরের পাশে, স্বপ্নেবােনা। তৃণীরসােনা, চরকাবুড়ি ওড়ায় ঘুড়ি, রুখে দাঁড়াই বর্গী তাড়াই; গল্প: সাতদিনের সাতকাহন, শুভর শখের গােয়েন্দাগিরি; প্রবন্ধ: সাহিত্যের এদিক-সেদিক, সাহিত্যের কাছে দূরে, রবীন্দ্রনাথ ও বৌদ্ধআখ্যান, লালন মতুয়া ও লােকসংগীত অন্বেষা, সংবাদের ভাষা ও সাময়িকপত্র পর্যালােচনা, সাহিত্যের মধ্যমাঠ থেকে, রবীন্দ্রসাহিত্যে নতুন প্রেক্ষণ, কিছু স্মৃতি কিছু ধৃতি, চলচ্চিত্রে লােকজ জীবনের উপস্থাপনা, সাহিত্যের সঙ্গ ও অনুষঙ্গ, চলচ্চিত্রের গানে ডক্টর মােহাম্মদ মনিরুজ্জামান, লােকসংস্কৃতির কতিপয় পাঠ, বাংলাদেশের যাত্রাগান: জনমাধ্যম ও সামাজিক পরিপ্রেক্ষিত, মুক্তিযুদ্ধে গােপালগঞ্জ, সাহিত্যের সাম্প্রতিক পাঠ, নির্বাচন সাংবাদিকতা, নজরুলের কবিতায় শব্দালঙ্কার তৃণমূল সাংবাদিকতার উন্মেষ ও বিকাশ; জীবনী: বিপ্লব দাশ, রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ । পুরস্কার:: অগ্রণী ব্যাংক-বাংলাদেশ শিশু একাডেমি শিশুসাহিত্য পুরস্কার, সুভাষ মুখােপাধ্যায় পদক, সাংস্কৃতিক খবর পদক, দ্য ডেইলি স্টার স্টান্ডার্ড চার্টার্ড সেলিব্রেটিং লাইফ গীতিকাব্য পদক (৩ বার), অনুভব সমবায় সমিতি পদক, মাইকেল মধুসূদন পদক, নতুন গতি সাহিত্য পুরস্কার, সুনীল গঙ্গোপাধ্যায় সাহিত্য পুরস্কার, কবি বাবু ফরিদী সাহিত্য পুরস্কার, ফরিদপুর সাহিত্য পরিষদ সম্মাননা, মহাদিগন্ত পুরস্কার, এম নূরুল কাদের শিশুসাহিত্য পুরস্কার, জেমকন সাহিত্য পুরস্কার, যাত্রাসম্রাট অমলেন্দু বিশ্বাস। স্মৃতিপদক, জসীমউদ্দীন পুরস্কার, মুনীর চৌধুরী সাহিত্য পুরস্কার পাক্ষিক মুকসুদপুর সংবাদ সংবর্ধনা প্রভৃতি। তার ৫০ বছরে তাকে নিয়ে প্রকাশিত হয়েছে ঢাকার দৃষ্টি' (সম্পাদক বীরেন মুখার্জী), নদিয়ার কথাকৃতি’ (সম্পাদক নীলাদ্রিশেখর সরকার) ও আন্দামানের বাকপ্রতিমা’ (সম্পাদক অনাদিরঞ্জন বিশ্বাস) পত্রিকার বিশেষ সংখ্যা ।।