Loading...
ডা. সুমনা তনু শিলা
লেখকের জীবনী
ডা. সুমনা তনু শিলা (Dr. Sumona Tonu Shila)

ডা. সুমনা তনু শিলা জন্ম যশাের সদর উপজেলার পুরাতন কসবা, ঘােষপাড়া এলাকায়। বাবা মাে. জাকারিয়া আহমেদ, আবহাওয়াবিদ ছিলেন। তিনি খুলনা এবং বরিশাল বিভাগের প্রধান ছিলেন। তিনিও সাহিত্যিক ছিলেন । তার লেখা দুটি উপন্যাস ‘কৃষ্ণা’ ও ‘শেষ দেখা এবং খুলনা বেতার থেকে প্রচারিত নাটক ‘ঝড়’ সে সময়ে বেশ জনপ্রিয়তা পায়।। | ডা. সুমনা তনু শিলা যশাের সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় থেকে এসএসসি, যশাের ক্যান্টনমেন্ট কলেজ থেকে এইচএসসি এবং রাজশাহী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। তিনি ২৪তম বিসিএস-এর একজন কর্মকর্তা। দীর্ঘ সাত বছর তিনি সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের গাইনি বিভাগের রেজিস্ট্রার ছিলেন। তিনি ফিজিওলজিতে এমফিল ডিগ্রি অর্জন করেন। বর্তমানে সহকারী অধ্যাপক (ফিজিওলজি) হিসেবে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজে কর্মরত। | লেখিকার স্বামী অ্যাসােসিয়েট প্রফেসর ডা. মােস্তাক উদ্দিন আহমদ (এফসিপিএস-মেডিসিন, এমডি-গ্যাস্ট্রোএন্টেরােলজি) সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজে কর্মরত। ব্যক্তিগত জীবনে লেখিকা দুই কন্যা এবং এক পুত্র সন্তানের জননী।। লেখিকা শখের বশেই গল্প ও কবিতা লেখা শুরু করেন, যেটা এখন নেশায় পরিণত হয়েছে। ২০১৯-এর বইমেলায় লেখিকার প্রথম গল্পগ্রন্থ ‘জানালা’ প্রকাশিত হয়। বইমেলা শেষ হওয়ার পর পরই বইয়ের প্রথম মুদ্রণের পাঁচশ কপি শেষ হয়। ২০২০-এর বইমেলায় প্রকাশিত হয় লেখিকার দ্বিতীয় গল্পগ্রন্থ ‘ক্ষত। ক্ষত রকমারিডটকম-এ চিকিৎসক ক্যাটাগরিতে best seller হয়। পাঠকের এই ভালােবাসার কথা লেখিকা আজীবন মনে রাখবেন। ‘চা-বাগানের গােপন রহস্য ডা. সুমনা তনু শিলার প্রকাশিত প্রথম উপন্যাস।