ডা. সুমনা তনু শিলা জন্ম যশাের সদর উপজেলার পুরাতন কসবা, ঘােষপাড়া এলাকায়। বাবা মাে. জাকারিয়া আহমেদ, আবহাওয়াবিদ ছিলেন। তিনি খুলনা এবং বরিশাল বিভাগের প্রধান ছিলেন। তিনিও সাহিত্যিক ছিলেন । তার লেখা দুটি উপন্যাস ‘কৃষ্ণা’ ও ‘শেষ দেখা এবং খুলনা বেতার থেকে প্রচারিত নাটক ‘ঝড়’ সে সময়ে বেশ জনপ্রিয়তা পায়।। | ডা. সুমনা তনু শিলা যশাের সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় থেকে এসএসসি, যশাের ক্যান্টনমেন্ট কলেজ থেকে এইচএসসি এবং রাজশাহী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। তিনি ২৪তম বিসিএস-এর একজন কর্মকর্তা। দীর্ঘ সাত বছর তিনি সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের গাইনি বিভাগের রেজিস্ট্রার ছিলেন। তিনি ফিজিওলজিতে এমফিল ডিগ্রি অর্জন করেন। বর্তমানে সহকারী অধ্যাপক (ফিজিওলজি) হিসেবে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজে কর্মরত। | লেখিকার স্বামী অ্যাসােসিয়েট প্রফেসর ডা. মােস্তাক উদ্দিন আহমদ (এফসিপিএস-মেডিসিন, এমডি-গ্যাস্ট্রোএন্টেরােলজি) সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজে কর্মরত। ব্যক্তিগত জীবনে লেখিকা দুই কন্যা এবং এক পুত্র সন্তানের জননী।। লেখিকা শখের বশেই গল্প ও কবিতা লেখা শুরু করেন, যেটা এখন নেশায় পরিণত হয়েছে। ২০১৯-এর বইমেলায় লেখিকার প্রথম গল্পগ্রন্থ ‘জানালা’ প্রকাশিত হয়। বইমেলা শেষ হওয়ার পর পরই বইয়ের প্রথম মুদ্রণের পাঁচশ কপি শেষ হয়। ২০২০-এর বইমেলায় প্রকাশিত হয় লেখিকার দ্বিতীয় গল্পগ্রন্থ ‘ক্ষত। ক্ষত রকমারিডটকম-এ চিকিৎসক ক্যাটাগরিতে best seller হয়। পাঠকের এই ভালােবাসার কথা লেখিকা আজীবন মনে রাখবেন। ‘চা-বাগানের গােপন রহস্য ডা. সুমনা তনু শিলার প্রকাশিত প্রথম উপন্যাস।